বাঁকুড়া, ১ এপ্রিল (হি. স.) বাঁকুড়া জেলার পাত্রসায়ের থানার বেলুট রসুলপুর এলাকার আদ্রায় বিজেপির বুথ সভাপতিকে মারধোর । কুড়োলের আঘাতে ক্ষত–বিক্ষত বিজেপির বুথ সভাপতি। বাঁকুড়া সম্মীলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি । এই ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে । অভিযোগ অস্বীকার তৃ্ণমূলের । ঘর ভাঙচুর এর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে বাঁকুড়া জেলার পাত্রসায়ের থানার বেলুট রসুলপুর এলাকার আদ্রায়।
বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে ১০-১২জনের একদল দুষ্কৃতি গতকাল সন্ধ্যার পর আদ্রা এলাকার বিজেপির বুথ সভাপতি শ্যামাপদ বাউরীর উপর চড়াও হয়।তার বাড়িতে ভাঙচুর চালানো হয়, বাধা দিতে এসে দুষ্কৃতিরা রড লাঠি, কুড়োল নিয়ে বেধরক মারধোর করে শ্যামাপদকে। কুড়োলের আঘাতে তার শরীর ক্ষত বিক্ষত হয়ে যায়, গুরুতর জখম অবস্থায় তাকে পাত্রসায়ের স্বাস্হ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্হা আশঙ্কাজনক হওয়ায় তাকে বাঁকুড়া সম্মীলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্হানান্তরিত করা হয়। এই ঘটনায় উদ্বীগ্ন বিজেপির বিষ্ণুপু্র জেলা বিজেপির সভাপতি বিল্লেশ্বর সিংহ, সোনামুখী র বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি ছুটে আসেন হাসপাতালে। বিজেপি নেতৃত্বের অভিযোগ পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল সন্ত্রাস কায়েম করতে চাইছে। এই ঘটনায় যুক্ত দুষ্কৃতিদের অবিলম্বে গ্রেফতার এর দাবী জানিয়েছেন তারা।
অপরদিকে তৃণমূলের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে রসুলপুর অঞ্চল তৃ্ণমূলের সভাপতি তাপস বারি বলেন এই ঘটনায় রাজনীতর কোনও যোগ নেই ।

