BRAKING NEWS

উন্মোচিত আরএসএস-এর বরিষ্ঠ প্ৰচারক শশীকান্ত চৌথাইওয়ালের মূল হিন্দির অসমিয়া অনুবাদ ‘মোর প্ৰচারক যাত্ৰা’ শীর্ষক পুস্তক

গুয়াহাটি, ১ এপ্রিল (হি.স.) : উন্মোচিত হয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর বরিষ্ঠ প্ৰচারক শশীকান্ত চৌথাইওয়ালের হিন্দি পুস্তক ‘মেরি প্ৰচারক যাত্ৰা’র অসমিয়া অনুবাদ ‘মোর প্ৰচারক যাত্ৰা’। প্ৰাচী প্ৰকাশন গুয়াহাটির উদ্যোগে আজ শনিবার সন্ধ্যায় হেঙেরাবাড়ির ভিআইপি রোডে অবস্থিত সুদৰ্শনালয়-এর কৰ্মযোগী গৌরীশংকর চক্ৰবৰ্তী প্ৰেক্ষাগৃহে এই পুস্তক উন্মোচিত হয়েছে।

প্ৰাক্তন অসম প্ৰান্ত প্ৰচারক শশীকান্ত চৌথাইওয়ালে তাঁর প্ৰচারক জীবনের অনুভবের আধারে হিন্দিতে লিখেছিলেন ‘মেরি প্ৰচারক যাত্ৰা’। প্ৰাচী প্ৰকাশন গুয়াহাটি মূল হিন্দি থেকে অসমিয়া ভাষায় অনুবাদ করে ‘মোর প্ৰচারক যাত্ৰা’ পুস্তকটি প্রকাশ করেছে।

‘মোর প্ৰচারক যাত্ৰা’ পুস্তকটি উন্মোচন করেছেন অসম ক্ষেত্ৰ সংঘচলক ডা. উমেশ চক্ৰবৰ্তী এবং সংঘের অখিল ভারত কাৰ্যকারিণী সদস্য ভাগায়াজি। পুস্তক উন্মোচন করে অসম ক্ষেত্ৰ সংঘচালক ডা. উমেশ চক্ৰবৰ্তী বলেন, ‘মেরি প্ৰচারক যাত্ৰা’র লেখক শশীকান্ত চৌথাইওয়ালে ১৯৬১ সাল থেকে তাঁর মহান কৰ্মরাজি, সরল ব্যক্তিত্বের বহু তথ্য তাঁর গ্রন্থে লিপিবদ্ধ কৰেছেন। বহু প্ৰতিকূলতার মধ্যে কীভাবে অসমে সংঘের কাজ বিস্তারিত করেছেন, সে সব বহু তথ্য ও ঘটনাবলি তাঁর গ্ৰন্থে লিখেছেন শশীজি।

এদিকে আজকের ‘মোর প্ৰচারক যাত্ৰা’ পুস্তক উন্মোচন অনুষ্ঠানে ছিলেন সংঘের উত্তর অসম প্ৰান্ত কাৰ্যবাহ খগেন শইকিয়া, সংঘের মহানগর সংঘচালক গুরুপ্রসাদ মেধি, বিবিধ ক্ষেত্রের পদাধিকারী এবং বহু স্বয়ংসেবক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *