প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করলেন উত্তরাখণ্ড বিজেপির সভাপতি মহেন্দ্র ভট্ট

দেহরাদুন, ৩১ মার্চ (হি.স.) : শুক্রবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) রাজ্য সভাপতি মহেন্দ্র ভট্ট। এদিন তিনি রাজ্যে চলমান উন্নয়ন প্রকল্পগুলি সম্পর্কে প্রধানমন্ত্রী মোদীকে অবহিত করেন। ভট্ট বিধায়কদের জন্য আসন্ন প্রশিক্ষণ শিবিরে ভার্চুয়াল অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রীকে একটি আমন্ত্রণ জানান, যা প্রধানমন্ত্রী আনন্দের সঙ্গে গ্রহণ করেন।

৪০ মিনিট ধরে চলা এই বৈঠকে প্রধানমন্ত্রী রাজ্য সভাপতি মহেন্দ্র ভট্টের কাছ থেকে জোশীমঠের বিপর্যয় এবং সেখানে ত্রাণ ও পুনর্বাসনের কাজ সম্পর্কে বিস্তারিত তথ্য নেন। এই সময়, মহেন্দ্র ভট্টও ত্রাণ পুনর্বাসন কাজে কেন্দ্রকে সাহায্য করার জন্য এবং রাজ্যের প্রয়োজনীয় পুনর্বাসন প্যাকেজে সম্মত হওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। রাজ্য বিজেপি সভাপতি ভাট কেদারনাথ মন্দিরের মালা, বদ্রীনাথ মন্দিরের ছবি এবং পোশাকের পাশাপাশি দেবপ্রয়াগ থেকে আনা গঙ্গাজল প্রধানমন্ত্রী মোদীকে উপহার দেন।