দেহরাদুন, ৩১ মার্চ (হি.স.) : উত্তরাখন্ডে দুদিনের সফরের শেষ দিনে আজ শুক্রবার শ্রীনগর (পাউরি), রুদ্রপ্রয়াগ এবং নৈনিতালের জন্য অনুমোদিত ৫০ শয্যার তিনটি ক্রিটিক্যাল কেয়ার ব্লকের উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী ডাঃ মনসুখ মান্ডাভিয়া। পাশাপাশি দুন মেডিকেল কলেজের ৫০০ শয্যার হাসপাতাল ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
স্বাস্থ্য ও চিকিৎসা শিক্ষা মন্ত্রী ডাঃ ধন সিং রাওয়াত জানিয়েছেন, মান্দাভিয়া দুপুর ১২টার দিকে মুখ্যমন্ত্রীর বাসভবনে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর মধ্যে রয়েছে দুন মেডিকেল কলেজের ৫০০-শয্যা বিশিষ্ট হাসপাতাল এবং প্রধানমন্ত্রী-আয়ুষ্মান ভারত স্বাস্থ্য পরিকাঠামো মিশনের অধীনে তিনটি জেলা শ্রীনগর (পাউরি), রুদ্রপ্রয়াগ এবং নৈনিতালের জন্য অনুমোদিত প্রতিটি ৫০ শয্যার তিনটি ক্রিটিক্যাল কেয়ার ব্লক।
তিনি জানান, অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বিকেল ৩টার দিকে জলিগ্রান্ট বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে নয়াদিল্লির উদ্দেশে রওনা হবেন তিনি।

