পুর নিগমের সাফাই কর্মীদের পাশে সামাজিক সংস্থা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ৷৷  ডক্টর হেডগেওয়ার স্মারক সমিতি উদ্যোগে শুক্রবার  আগরতলা পুর নিগমের মহিলা সাফাই কর্মীদের স্বাস্থ্য ও পরিচ্ছন্ন সচেতন শিবির অনুষ্ঠিত হয়৷  আশ্রম চৌমুহনীস্থিত এক বিয়ে বাড়িতে শিবিরের মাধ্যমে ১১৩ জন মহিলা সাফাই কর্মীরা হাতে বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়৷ এর মধ্যে ছিল গ্লাভস, স্যানিটাইজার, স্যানিটারি ন্যাপকিন সহ অন্যান্য সামগ্রী৷ উপস্থিত ছিলেন সদর এস ডি পি ও অজয় কুমার দাস,  বিশিষ্ট সমাজসেবী ডঃ রঞ্জিত চক্রবর্তী সহ অন্যান্যরা৷ মূলত সাফাই কর্মীদের পরিবার এবং নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে৷ আগামী দিনে পুর নিগমের তিনটি জোনের মহিলা সাফাই কর্মীদের এই সামগ্রী প্রদান করা হবে বলে জানান বিশিষ্ট সমাজসেবী ডঃ রঞ্জিত চক্রবর্তী৷