আইপিএল ২০২৩: উদ্বোধনী ম্যাচে টস জিতে ফিল্ডিং নিল গুজরাট, ৮ওভার শেষে চেন্নাইয়ের সংগ্রহ ৭২-৩

আহমেদাবাদ, ৩১ মার্চ (হি.স.) : আইপিএল ২০২৩-এর উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে টস জিতল গুজরাট টাইটানস। টস জিতে হার্দিক পান্ডিয়া শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান চেন্নাইকে। সুতরাং, আমদাবাদে রান তাড়া করবে টাইটানস। মুহূর্তে ৮ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ৩ উইকেটে ৭২ রান

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ষষ্ঠদশ সংস্করণ শুরু আজ। প্রথম ম্যাচে মুখোমুখি গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। আইপিএলের নতুন মরসুমের প্রথম ম্যাচে টস জিতলেন হার্দিক পান্ডিয়া। ফিল্ডিংয়ের সিদ্ধান্ত গুজরাট টাইটান্স অধিনায়কের। চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি জানান, তিনিও টস জিতলে শুরুতে বল করার সিদ্ধান্ত নিতেন। চার বিদেশিতেই প্রথম একাদশ সাজিয়েছেন তিনি। সিএসকের চার বিদেশি- মইন আলি, বেন স্টোকস, মিচেল স্য়ান্টনার, ডেভন কনওয়ে। এই মুহূর্তে ৮ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ৩ উইকেটে ৭২ রান।
গুজরাটের প্রথম একাদশ: শুভমন গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), কেন উইলিয়ামসন, বিজয় শঙ্কর, হার্দিক পান্ডিয়া (ক্যাপ্টেন), রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, মহম্মদ শামি, জোশ লিটল, আলজারি জোসেফ ও যশ দয়াল।
গুজরাটের পরিবর্ত ক্রিকেটার হিসেবে আছেন -বি সাই সুদর্শন, জয়ন্ত যাদব, মোহিত শর্মা, অভিনব মনোহর ও কেএস ভরত।
চেন্নাইয়ের প্রথম একাদশ: ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কোয়াড়, মইন আলি, বেন স্টোকস, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, আম্বাতি রায়াড়ু, মহেন্দ্র সিং ধোনি (ক্যাপ্টেন ও উইকেটকিপার), মিচেল স্যান্টনার, দীপক চাহার ও রাজবর্ধন হাঙ্গার্গেকর।
চেন্নাই দলের পরিবর্ত ক্রিকেটার হিসেবে আছেন -তুষার দেশপান্ডে, সুভ্রাংশু সেনাপতি, শেক রশিদ, অজিঙ্কা রাহানে ও নিশান্ত সিন্ধু ।