ওয়াশিংটন, ৩১ মার্চ (হি.স.): পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে মুখ বন্ধ রাখার জন্য অর্থ দেওয়ার দায়ে প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প অভিযুক্ত হয়েছেন। ২০১৬-য় রাষ্ট্রপতি নির্বাচনের প্রচার চলাকালীন এই পর্নস্টারের সঙ্গে তাঁর বিবাহ বহির্ভুত যৌন সম্পর্কের ব্যাপারে মুখ না খোলার জন্য ট্রাম্প, ড্যানিয়েলসকে মোটা অঙ্কের অর্থ দেন বলে অভিযোগ। নিউ ইয়র্ক-এর ম্যানহাটন গ্র্যান্ডজুরি তাকে অভিযুক্ত করায় ট্রাম্প-ই হবেন মার্কিন রাষ্ট্রপতি পদে থাকা প্রথম ব্যক্তি, যাকে ফৌজদারি অভিযোগের মুখোমুখি হতে হবে।
যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগকে ‘রাজনৈতিক নিপীড়ন এবং নির্বাচনী হস্তক্ষেপ’ বলে দাবি করেছেন ট্রাম্প। তিনি যাতে ২০২৪ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করতে পারেন, সেই জন্যই এই অভিযোগ আনা হয়েছে বলেও তাঁর এবং সমর্থকদের দাবি। আইনি লড়াইয়ে সহায়তা করার জন্য সমর্থকদের কাছে তহবিলেরও আবেদন করেছেন ট্রাম্প।

