কলকাতা, ৩১ মার্চ (হি. স.) : অশান্ত হাওড়ার পরিস্থিতি জানতে চেয়ে শুক্রবারবিকেলে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে ফোন করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিষয়টি জানিয়েছেন সুকান্ত মজুমদার।
রাজ্যের পরিস্থিতির কথা পৌঁছে গিয়েছে দিল্লির কানেও। রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির কথা জানতে চেয়ে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন বিকেল ৪টে ২০ মিনিট নাগাদ রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাটের সাংসদকে ফোন করে রাজ্যের সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির কথা জানতে চেয়েছেন অমিত শাহ।
গতরাতের ঘটনার পর থেকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধী দলগুলি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, ‘‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে আমার কথা হয়েছে। পুরো বিষয়টি ওনাকে জানিয়েছি। উনি যথেষ্ট উদ্বিগ্ন।”
প্রসঙ্গত, রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এদিন বিকেলে দুয়ারে সরকার সংক্রান্ত বিষয়ে সাংবাদিক বৈঠক করার সময়ে জানিয়েছেন, হাওড়ায় দুয়ারে সরকারের শিবির হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং গাড়ি চলাচলও করছে। উদ্বিগ্ন না হওয়ার বার্তা দিয়েছেন তিনি। তবে দুয়ারে সরকারের বাইরে আর কোনও মন্তব্য করতে চাননি তিনি।
প্রসঙ্গত, গতকাল রাত থেকে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে হাওড়ার বেশ কিছু এলাকায়। সেই গোলমাল সামাল দিতে বিপুল পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল।