রাজ্য জিমন্যাস্টিক্সের আজ সমাপ্তি সিমরান, দেবপ্রকাশের দ্বিমুকুট

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ মার্চ।। দুদিন ব্যাপী রাজ্য স্তরীয় জিমনাস্টিক্স চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে আজ। আগামীকাল এর সমাপ্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। আগরতলার এন এস এস সির জিমন্যাস্টিক্স হল-এ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। তবে প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের খেলা শুরু হয়েছে আজ প্রথম বেলা থেকেই। ইতোমধ্যে অনূর্ধ্ব ১০ বালিকা বিভাগে ব্যালেন্স ভীম ইভেন্টে ফ্লাওয়ার্স ক্লাবের সিমরান দত্ত প্রথম, অনুশ্রিতা সাহা দ্বিতীয় এবং বিবেকানন্দ ব্যয়ামাগার শুভমিতা দেব তৃতীয় পুরস্কার পেয়েছে। ফ্লোর এক্সারসাইজে বিবেকানন্দ ব্যায়ামাগারের শুভমিতা দেব ও ফ্লাওয়ার্স ক্লাবের সিমরান দত্ত যুগ্মভাবে প্রথম, বিবেকানন্দ ব্যায়ামাগারের স্নেহা রাও  দ্বিতীয় এবং ফ্লাওয়ার্স ক্লাবের অনুশ্রিতা সাহা তৃতীয় স্থান পেয়েছে।  অলরাউন্ড ব্যক্তিগত চ্যাম্পিয়নশিপে ফ্লাওয়ার্স ক্লাবের সিমরান দত্ত ২৯.৮ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে। অনূর্ধ্ব ১০ বালক বিভাগে ফ্লোর এক্সারসাইজে দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের দেবপ্রকাশ দেবনাথ প্রথম, আগরতলা জিমন্যাস্টিক্স ক্লাবের দ্বীপ মজুমদার দ্বিতীয় এবং দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের আয়ুষ পাল তৃতীয় স্থান পেয়েছে। ভল্টিং টেবিলে দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের দেবপ্রকাশ দেবনাথ ও দেবায়ন ঘটক যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থান পেয়েছে। উদয়পুর জিমন্যাস্টিক্স প্লে সেন্টারের অভিজ্ঞান সরকার পেয়েছে তৃতীয় স্থান। অল রাউন্ড ব্যক্তিগত চ্যাম্পিয়নশিপে দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের দেব প্রকাশ দেবনাথ ৩০.৩০ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। উল্লেখ্য, সান্ধ্যকালীন অনুষ্ঠানিক উদ্বোধন পর্বে উদ্বোধক মেয়র দীপক মজুমদার, প্রধান অতিথি রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সুবিকাশ দেববর্মা, সম্মানীয় অতিথি হিসেবে প্রাক্তন স্পোর্টস অফিসার স্বপন সাহা, ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের পেট্রন রতন সাহা, প্রাক্তন আন্তর্জাতিক মহিলা জিমন্যাস্ট নিয়তি দেবনাথ, সাই অধিকর্তা রাজেন্দ্র পাঠানিয়া, প্রথম অর্জুন প্রাক্তন জিমন্যাস্ট মন্টু দেবনাথ, অলিম্পিয়ান পদ্মশ্রী দীপা কর্মকার প্রমূখ উপস্থিত ছিলেন। পৌরহিত্য করেন রাজ্য জিমন্যাস্টিক্স এসোসিয়েশনের সভাপতি রাজীব ভট্টাচার্য। অনুষ্ঠানে রাজ্য জিমন্যাস্টিক্সের পুরোধা ব্যক্তিত্ব দলীপ সিং এবং প্রয়াত আন্তর্জাতিক জিমনাস্ট মধুসূদন সাহার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি জাতীয় পুরস্কার বিজয়ী জিমন্যাস্টদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। উল্লেখ্য, ৫০ তম রাজ্য আসরে মূলত: উদয়পুর মহকুমার একটি দল, জিরানিয়া মহকুমার খুমলুঙ দল, সদরের বারোটি ক্লাব ইউনিটের মোট ১১৬ জন জিমন্যাস্ট অংশ নিলেও অদূর ভবিষ্যতে রাজ্যের প্রতিটি মহকুমা স্তরে জিমন্যাস্টিক্স-কে পৌঁছে দেওয়ার নিরলস প্রয়াস চালাচ্ছেন বলে বক্তৃতায় সংস্থার সচিব দ্রোনাচার্য বিশ্বেশ্বর নন্দী ব্যক্ত করেছেন। স্বাগত ভাষণ রাখেন কার্যকরী সদস্য অপু রায়। বলাবাহুল্য, রাজ্যের প্রথম অর্জুন মন্টু দেবনাথের প্রস্তাবিত প্রকল্প অনুযায়ী ক্রীড়া পরিকাঠামো উন্নয়নে বড় মাপের প্রজেক্ট মঞ্জুরীকৃত হওয়ার পর এখন তা বাস্তবায়ন হলে রাজ্য ক্রীড়ার মানোন্নয়ন অনেকটা অগ্রসর হবে বলে অনুমেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *