ভারতে বন্ধ পাকিস্তান সরকারের টুইটার অ্যাকাউন্ট, দেখা যাচ্ছে না কিছুই

নয়াদিল্লি, ৩০ মার্চ (হি.স.): পাকিস্তান সরকারের টুইটার অ্যাকাউন্ট দেখা যাচ্ছে না ভারতে। যদি কেউ এই অ্যাকাউন্ট খুলে দেখার চেষ্টা করছেন, তাঁর সামনে উঠে আসছে ‘অ্যাকাউন্ট উইদহেল্ড’ লেখা, বৃহস্পতিবার এমনই ঘটনার সাক্ষী থেকেছে ভারত। দেখা যাচ্ছে না কিছুই! এই নিয়ে তৃতীয়বার ভারতে পাকিস্তান সরকারের টুইটার ‘অ্যাকাউন্ট উইদহেল্ড’ দেখাচ্ছে।

এর আগে ২০২২ সালের অক্টোবর মাসেও একই রকম অবস্থা হয়েছিল পাকিস্তান সরকারের টুইটার অ্যাকউন্টের। আবার জুলাই মাসেও ভারতে বন্ধ হয়ে গিয়েছিল পাকিস্তান সরকারের টুইটার অ্যাকাউন্ট, পরে তা দৃশ্যমান হয়। আগস্টে ভারতের পক্ষ থেকে পাকিস্তানের ৮টি ইউটিউব চ্যানেল বন্ধ করা হয়েছিল। ভুল তথ্য সম্প্রচারের অভিযোগে বন্ধ করা হয়েছিল এই চ্যানেলগুলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *