কালিয়াগঞ্জে গাছে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

কালিয়াগঞ্জ, ২৯ মার্চ (হি. স.) : উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের মহাদেবপুর এলাকার রায়গঞ্জ-বালুরঘাট রাজ্য সড়কের ধারে একটি গাছে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বুধবার সকালে স্থানীয়দের বিষয়টি নজরে আসে।

জানা গিয়েছে, যুবকের বাড়ি রায়গঞ্জ থানার কমলাবাড়ি এলাকায়। যুবকের পকেট থেকে একটি কাগজের গোলাপ উদ্ধার হয়। পুলিশের প্রাথমিক অনুমান, প্রেমে প্রত্যাখাত হয়ে আত্মঘাতী হয়েছেন ওই যুবক। তাঁর বাড়িতে খবর পাঠানো হয়েছে। দেহ উদ্ধার করে রায়গঞ্জ জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। আইসি দীপাঞ্জন দাস জানান, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।