সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ড শিলিগুড়িতে

শিলিগুড়ি, ২৯ মার্চ (হি.স.) : সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ড শিলিগুড়িতে। বুধবার সকালে এয়ারভিউ মোড়ের চার্চ রোডে একটি পরিত্যক্ত পিডব্লিউডি কোয়ার্টারে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা ভয়াবহ আকার নেয়। আগুন গ্রাসে চলে যায় কোয়ার্টারটি। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ইঞ্জিন। ভয়াবহতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকলকর্মীদের। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে কোয়ার্টারটি পুরোপুরি পুড়ে যায়। আগুন লাগার কারণ স্পষ্ট নয়।