কলকাতা, ২৯ মার্চ (হি. স.) : কেন্দ্রীয় বঞ্চনা ও কেন্দ্রীয় এজেন্সির অতিসক্রিয়তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বুধবার বাবা আম্বেদকরের মূর্তির পাদদেশে ধরনা অবস্থানে বসলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন বেলা ১২টা নাগাদ ধরনামঞ্চে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। আম্বেদকারকে শ্রদ্ধা জানিয়ে টানা ৩০ ঘন্টা ধর্না শুরুকরেন। তিনি সরব হয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি-র ‘একতরফা’ ভূমিকার বিরুদ্ধে। শুধু তাই নয়, কেন কেন্দ্রীয় সরকার রাজ্যকে একশো দিনের বকেয়া টাকা দিচ্ছে না, তার প্রতিবাদে এই ২ দিনের ধর্না কর্মসূচির করেন তিনি। তাঁর এই ধর্নার জেরেই এখন রাজনীতির সব নজর এসে পড়েছে এই মঞ্চের দিকে।
এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ধর্নায় সামিল হয়েছেন রাজ্যের একাধিক মন্ত্রী। তাঁদের মধ্যে আছেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, বিরবাহা হাঁসদা। আছেন দলের ওজনদার আরও বেশ কিছু নেতা ও বিধায়ক। অন্যদিকে, মমতার এই ধর্না কর্মসূচির সমালোচনা করেছেন বিজেপি নেতা রাহুল সিন্হা। তাঁর বক্তব্য, ‘‘বেকায়দায় পড়ে আম্বেদকর মূর্তির সামনে ধর্নায় বসছেন। মানুষের মনে এই ধর্না কোনও রেখাপাতই করবে না।”

