লর্ডসের ব্যালকনির আদলে সেজে উঠেছে মহামেডান স্পোর্টিং ক্লাব

কলকাতা, ২৯ মার্চ (হি.স.): কলকাতা ময়দানে তিন প্রধানের অন্যতম ক্লাব মহামেডান স্পোর্টিং ক্লাব। সাফল্যের নিরিখে এই ক্লাব ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগানের থেকে পিছিয়ে থাকলেও ক্লাব তাঁবুর সৌন্দর্যের দিক থেকে মোহন-ইস্টকে টেক্কা দিল। একেবারে লর্ডসের ব্যালকনির আদলে সেজে উঠছে মহামেডান স্পোর্টিং ক্লাব। বলাবাহুল্য, ক্রিকেটের দুনিয়ার গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে ইংল্যান্ডের লর্ডস। বিশেষ করে এই লর্ডস স্মরণীয় হয়ে আছে ভারতীয়দের কাছে সৌরভ গাঙ্গুলির জন্য। একটা সময় ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে এই লর্ডসের ব্যালকনিতে সেলিব্রেশন করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার সেই একটুকরো লর্ডস শহর কলকাতায়।

ক্লাব সচিব ইশতিয়াক আহমেদ,সভাপতি আমিরুদ্দিন, ফুটবল সচিব ময়দানের প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস ও মহামেডান স্পোর্টিং ক্লাবের কার্যকরী সমিতির জনপ্রিয় তারকা প্রাক্তন ফুটবলার রহিম নবির পরিকল্পনা ও অক্লান্ত প্রয়াসের ফলে নতুন রূপে সেজে উঠছে রেড রোডের এই ক্লাব তাঁবু। আগেই অবশ্য সাজানো হয়েছে গোটা মাঠ। সেখানে প্রবেশের জন্য বানানো হয়েছে টানেল। এছাড়াও ক্লাবের ভিতরে তৈরি হচ্ছে নতুন ড্রেসিং রুম, মিটিং রুম, কনফারেন্স রুম। এত কিছুর পরেও আরও অনেক পরিকল্পনা রয়েছে ক্লাব কর্তাদের। তবে সকলের আকর্ষণ ক্লাবের সেই ব্যালকনি। বর্তমানে ক্লাবের পারফরম্যান্স খুবই খারাপ। আগামী মরশুমে ক্লাব কর্তারা এই ব্যালকনিতে দাঁড়িয়ে ট্রফি জয়ের সেলিব্রেশন করতে পারেন কিনা, সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *