নয়াদিল্লি, ২৯ মার্চ (হি.স.) : শান্তি ফিরছেই না সংসদে। সরকার ও বিরোধী দলের সাংসদদের মধ্যে তুমুল হইহট্টগোলের কারণে বুধবারও পন্ড হয়ে গেল সংসদের উভয়কক্ষের কাজকর্ম। আদানি সংক্রান্ত বিষয়ে যৌথ সংসদীয় কমিটির তদন্ত এবং অন্যান্য ইস্যুতে সরকার ও বিরোধী দলের সাংসদদের হইহট্টগোলের জেরে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে, বুধবার নিয়ে টানা ১২ দিন সংসদে কাজকর্ম বিঘ্নিত হয়েছে। তুমুল হইহট্টগোলের কারণে দিনের মতো মুলতুবি হয়ে গিয়েছে সংসদের উভয়কক্ষের অধিবেশন। ফের লোকসভা ও রাজ্যসভার অধিবেশন শুরু হবে আগামী ৩ এপ্রিল।
তুমুল হইচইয়ের কারণে লোকসভা ও রাজ্যসভার কাজকর্ম সঠিকভাবে চালানো সম্ভব হয়নি এদিনও। তাই রাজ্যসভা প্রথমে দুপুর ২টো পর্যন্ত মুলতুবি হয়ে যায়। লোকসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয় দুপুর বারোটা অবধি। এদিন আদানি ইস্যুতে সরব হয়েছেন কংগ্রেস-সহ বিরোধী দলের সাংসদরা। আবার সংসদ চত্বরে আদানি ইস্যুতে এদিন ধর্ণা দেন তৃণমূল কংগ্রেস সাংসদরা। পরে লোকসভার অধিবেশন শুরু হলেও সভার মধ্যে তুমুল হইচইয়ের মধ্যেই পাস হয় প্রতিযোগিতা (সংশোধন) বিল। এরপর ৩ এপ্রিল পর্যন্ত মুলতুবি হয়ে যায় লোকসভার অধিবেশন, একই অবস্থা ছিল রাজ্যসভাতেও। রাজ্যসভাও ৩ এপ্রিল পর্যন্ত মুলতুবি হয়ে গিয়েছে।

