নয়াদিল্লি, ২৯ মার্চ (হি.স.): কর্ণাটকে নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত বিজেপি। আত্মবিশ্বাসের সঙ্গে বললেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি প্রহ্লাদ জোশী। একইসঙ্গে তিনি দাবি করেছেন, কর্ণাটকে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৈরি হবে বিজেপি সরকার। বুধবার সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেছেন, ডি কে শিবকুমার (কর্ণাটক প্রদেশ কংগ্রেস সভাপতি) দুর্নীতির ক্ষেত্রে কংগ্রেসের বড় নেতাদের অনুসরণ করছেন। বিজেপি কর্ণাটক নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং বিজেপি রাজ্যে আবারও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে।”
উল্লেখ্য, বুধবারই কর্ণাটকে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। কর্ণাটকে এক দফায় ভোট হবে। ভোটগ্রহণ হবে আগামী ১০ মে এবং ওই মাসের ১৩ তারিখ ফল ঘোষণা হবে।

