৩০ মার্চ হরিদ্বারে যাচ্ছেন অমিত শাহ, একগুচ্ছ কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর

নয়াদিল্লি, ২৯ মার্চ (হি.স.): বৃহস্পতিবার, ৩০ মার্চ উত্তরাখণ্ডের হরিদ্বারে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। পবিত্র এই শহরে একগুচ্ছ কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। বুধবার সরকারি সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৩০ মার্চ উত্তরাখণ্ডের হরিদ্বারে যাবেন।

উত্তরাখণ্ড রাজ্যের বহুমুখী সমবায়ের কম্পিউটারাইজেশন এবং যৌথ সমবায় চাষ, জন সুবিধা কেন্দ্র এবং জন ঔষুধী কেন্দ্রের উদ্বোধন-সহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এছাড়াও পতঞ্জলি বিশ্ববিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানেও যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।