বড়গাম , ২৯ মার্চ (হি. স.) : জম্মু কাশ্মীরের বড়গাম জেলার চাদুরার রেপোরা গ্রামের একটি গোশালায় আগুন লাগে। আগুনে পুড়ে মারা গেছে এক ডজন ছাগল। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে।
স্থানীয়রা জানান, গভীর রাতে রেপোরা গ্রামে একটি গোয়ালে আগুন লাগে। আগুনে গোয়ালঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে । গোয়ালঘরে ১২ টি ছাগল ছিলো। আগুনে ১২টি ছাগলও পুড়ে গেছে। পুলিশের এক আধিকারিক বলেছেন, সম্ভবত শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছ। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।

