গোলাবারুদ সহ মণিপুরে গ্রেফতার মায়ানমার-ভিত্তিক পিপলস ডিফেন্স ফোর্সের দুই জঙ্গি

ইমফল, ২৮ মার্চ (হি.স.) : মণিপুরে গ্রেফতার করা হয়েছে মায়ানমার-ভিত্তিক জঙ্গি সংগঠন পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ)-এর দুই ক্যাডারকে। তাদের হেফাজত থেকে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রের গুলি সমেত বেশ কিছু সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে।

আজ মঙ্গলবার রাজ্য পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন থেকে মণিপুর সরকার রাজ্যের সীমান্তবর্তী এলাকায় অবৈধ অনুপ্রবেশকারী বিরোধী অভিযান চালিয়েছে। এরই মধ্যে ভারত-মায়ানমার সীমান্তবর্তী ৭৯ এবং ৮০ নম্বর পিলারের কাছে বিদেশি আন্ডারগ্রাউন্ড সংগঠনের কয়েকজন ক্যাডার বিচরণ করছে বলে সুনির্দিষ্ট তথ্য পান সংশ্লিষ্ট নিরাপত্তা কর্তৃপক্ষ।

প্রাপ্ত তথ্য ভিত্তিতে গতকাল মোরে এবং খাবেইসোই-এর বিশেষ যৌথ কমান্ডো বাহিনীর দল টেংনোপাল জেলার ভারত-মায়ানমার সীমান্তবর্তী জাংনোই গ্রাম সংলগ্ন ৭৯ এবং ৮০ নম্বর পিলারের কাছে তল্লাশি অভিযান চালায়। ওই অভিযানে বেলা প্রায় ১:২০ মিনিট নাগাদ মায়ানমার-ভিত্তিক আন্ডারগ্রাউন্ড সংগঠন পিপলস ডিফেন্স ফোর্স-এর দুই ক্যাডারকে হেফাজতে নেয় যৌথ কমান্ডো বাহিনী। আটক দুই জঙ্গি ক্যাডারকে মায়ানমারের বাসিন্দা নিপাইং এবং ইয়েইন্ত অং বলে শনাক্ত করা হয়েছে।
ধৃতদের হেফাজত থেকে একে ৪৭ রাইফেলের সক্রিয় দুই রাউন্ড গুলি, পয়েন্ট (.) ৯ এমএম পিস্তলের সক্রিয় দুই রাউন্ড গুলি, সিম সহ দুটি মোবাইল ফোনের হ্যান্ডসেট, দুটি ছোট হ্যান্ডব্যাগ, ১০,১০০ মায়ানমারি কিয়াট এবং একটি কেনবো বাইক কমান্ডোরা বাজেয়াপ্ত করেছেন কমান্ডোরা।
পরবর্তী আইনি পদক্ষেপের জন্য আটক দুই জঙ্গি ক্যাডারকে মোরে সদর থানায় সমঝে দেওয়া হলে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। প্রদত্ত স্বীকারোক্তির ভিত্তিতে উভয়কে সুনির্দিষ্ট আইনে গ্রেফতার করা হয়েছে, জানিয়েছে সূত্রটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *