শিলিগুড়ি, ২৮ মার্চ (হি. স.) : লক্ষাধিক টাকার ব্রাউন সুগারসহ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে শিলিগুড়ির নকশালবাড়ি থানার পুলিশ। ধৃতদের নাম গোপী বর্মণ ও নকুল কুমার সরকার। অভিযুক্ত পানিটাঙ্কি ও নকশালবাড়ি এলাকার বাসিন্দা।
জানা গেছে, নকশালবাড়ির সাতভাইয়া মোড়ে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোমবার গভীর রাতে গোপী বর্মণ ও নকুল কুমার সরকারকে গ্রেফতার করা হয়। ধৃতদের আটক করে তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে ১০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়। পরে দুজনকেই গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, বাজেয়াপ্ত ব্রাউন সুগারের আনুমানিক বাজারমূল্য আড়াই লাখ টাকা। পরবর্তী ব্যবস্থা নিতে শুরু করেছে নকশালবাড়ি থানার পুলিশ।