জ্বালাময়ী ভাষণেও মোদী, শাহ, আদানির নাম মুখে নেই তৃণমূলনেত্রীর

হুগলি, ২৮ মার্চ (হি. স.) : মঙ্গলবার সিঙ্গুরে এক সরকারি অনুষ্ঠানে এসে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতি নিয়ে স্বমহিমায় আক্রমণ শানান তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, তাঁর ভাষণের আগাগোড়ায় কোথাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিংবা গৌতম আদানির নাম উচ্চারণ করেননি তৃণমূল নেত্রী।

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর লোকসভা সদস্যপদ খারিজ নিয়েও কোনও কথা বলেননি। অথচ, রাহুলের সদস্যপদ খারিজ নিয়ে সোমবারই মল্লিকার্জুন খাড়্গের ডাকা বৈঠকে হাজির ছিলেন তৃণমূলের সাংসদ জহর সরকার এবং প্রসূন বন্দ্যোপাধ্যায়। তৃণমূল জানিয়ে দিয়েছে, যেভাবে অন্যায়ের আশ্রয় নিয়ে এই কাজ করা হয়েছে, তার বিরোধী তারা।

তবে অন্যান্য দাবিতে বিজেপির মতোই কংগ্রেসের সঙ্গে সমদূরত্ব নীতিতে চলবে তৃণমূল। এছাড়াও বিরোধী দলগুলির উপর কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি লেলিয়ে দেওয়ার প্রতিবাদে সুপ্রিম কোর্টে যে ১৪টি বিরোধী দল আবেদন জানিয়েছে, তার মধ্যেও রয়েছে তৃণমূল। কিন্তু, এদিন রাহুল প্রসঙ্গে কিছু বলেননি তৃণমূলনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *