নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মার্চ৷৷ সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের শীতঘুমে রেখে সীমান্ত এলাকা থেকে এক পাচারকারী সহ ৬টি মহিষ ও ৬টি বাইক উদ্ধার করতে সক্ষম হয় কদমতলা থানার পুলিশ৷ পুলিশ সূত্রে খবর রবিবার গভীর রাতে পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে৷ সেই মোতাবেক কালাগাঙ্গেরপাড় বিস্তর গ্রাম এলাকায় পুলিশ ওৎ পেতে বসে৷ অসম ত্রিপুরা থেকে চুরি করা প্রায় ৫০টি মহিশ দুরাজ্যের পাচারকারী ইন্দো-বাংলা সীমান্তের পিয়ারাছড়া দিয়ে বাংলাদেশ মোটা অংকের বিনিময়ে পাচার করবে৷ পাচারকারীদের আটক করতে পুলিশ তৎপর হওয়ায় পর মহিষ নিয়ে এলাকায় গা ঢাকা দেয় চোরাকারবারীরা৷ অবশেষে সাহিদুল মিয়া নামে এক পাচারকারীকে আটক করে৷ ছয়টি মহিষ ও ছয়টি বাইক উদ্ধার করে পুলিশ কদমতলা থানায় নিয়ে আসে পুলিশ৷ অপরদিকে প্রশ্ণ উঠছে সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে৷ তারকপুর ও রানীবাড়িতে দুটি ক্যাম্প থাকা সত্ত্বেও কি করে পাচারকারীরা এত বৃহৎ পরিমাণ গবাদি পশু পিয়ারাছড়াকে করিডোর করে বাংলাদেশে পাচার করতে সক্ষম হচ্ছে ? অথচ ওই এলাকা দিয়ে দিনের বেলা একজন সাধারণ নাগরিক চলাচল করতে হলে বহু প্রশ্ণের সম্মুখীন হতে হয়৷
2023-03-28

