নয়াদিল্লি, ২৮ মার্চ (হি.স.): কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। স্মৃতি সমালোচনা করেছেন কংগ্রেস নেতৃত্বকেও। মঙ্গলবার ক্ষোভের সুরে স্মৃতি বলেছেন, রাহুল গান্ধীর রাজনৈতিক মানসিকতা একেবারে প্রকাশ্যে চলে এসেছে। তিনি লন্ডনে ও ভারতে, সংসদের ভিতরে এবং বাইরে মিথ্যা কথা বলতেই থাকেন। রাহুল গান্ধীর নিশানায় প্রধানমন্ত্রী মোদী এবং প্রধানমন্ত্রী মোদীর লক্ষ্য দেশের উন্নয়ন।”
মঙ্গলবার সকালে এক সাংবাদিক সম্মেলনে স্মৃতি ইরানি বলেছেন, প্রধানমন্ত্রী মোদীকে অপমান করতে গিয়ে রাহুল গান্ধী সমগ্র ওবিসি সম্প্রদায়কেও অপমান করেছেন। দলিত অথবা অনগ্রসর সম্প্রদায়কে অপমান করার চেষ্টা এই প্রথম নয় গান্ধী পরিবারের। উপজাতীয় পরিবারের একজন মহিলা যখন রাষ্ট্রপতি হয়েছিলেন, তখনও গান্ধী পরিবারের নির্দেশে কংগ্রেস সদস্য দ্বারা দ্রৌপদী মুর্মুকে অপমান করা হয়েছিল।” স্মৃতি আরও বলেছেন, “তিনি (রাহুল গান্ধী) সংসদে প্রধানমন্ত্রী সম্পর্কে কুকথা বলেছেন, নিজের বিবৃতি নিজের স্বাক্ষর দিয়ে প্রমাণীকরণ করে যাচাই করতে পারেননি। রাহুল গান্ধীকে আদালত দোষী সাব্যস্ত করেছে, শুধুমাত্র একজনকে অবমাননা করার জন্য নয়, ওবিসি সম্প্রদায়কে অপমান করার জন্য।”