১৫ এপ্রিল থেকে শুধুমাত্র ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট সুপারিশে থাকার যোগ্য হবে : ইলন মাস্ক

ক্যালিফোর্নিয়া, ২৮ মার্চ (হি.স.): বড়সড় ঘোষণা করলেন মাইক্রোব্লগিং সাইট টুইটারের মালিক ইলন মাস্ক। মঙ্গলবার তিনি টুইট করে জানিয়েছেন, আগামী ১৫ এপ্রিল থেকে শুধুমাত্র ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট সুপারিশে থাকার যোগ্য হবে। টুইটারের ভেরিফায়েড চিহ্ন হিসেবে ব্লু-টিক ২০০৯ সাল থেকে রয়েছে। সেলিব্রিটি এবং তারকাদের আসল প্রোফাইলকে চিহ্নিত করতেই এতদিন ব্লু-টিক ছিল অন্যতম ভরসা। ব্লু-টিকের পরিবর্তে এখন টুইটারে এসেছে বিভিন্ন রঙের টিক।তবে, এই যুগ শেষ হতে চলেছে। এবার থেকে নির্দিষ্ট আর্থিক মূল্যের বিনিময়েই প্রোফাইলে যুক্ত করা যাবে ব্লু অথবা অন্যান্য রঙের টিক চিহ্নটি। আর এবার ইলন মাস্ক ঘোষণা করলেন, ১৫ এপ্রিল থেকে শুধুমাত্র ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট সুপারিশে থাকার যোগ্য হবে। একইসঙ্গে তিনি জানান, নির্বাচনে ভোট দেওয়ার জন্য একই কারণে যাচাইকরণের প্রয়োজন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *