রাহুলের জন্য নিজের বাংলো ছাড়তে প্রস্তুত খাড়গে

নয়াদিল্লি, ২৭ মার্চ (হি.স.) : সদ্য সাংসদ পদ খোয়ান রাহুল গান্ধীর জন্য নিজের বাংলো ছেড়ে দিতে প্রস্তুল গান্ধী পরিবার-ঘনিষ্ঠ তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হওয়ার পর এবার তাকে সরকারি বাংলো খালি করার নোটিস পাঠানোর ঘটনা নিয়ে মঙ্গলবার কংগ্রেস সভাপতি তথা লোকসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে কেন্দ্রের পদক্ষেপের তীব্র সমালোচনা করে বলেন, “তিনি (রাহুল গান্ধী) চাইলে তাঁর মায়ের (সনিয়া গান্ধী সঙ্গে থাকতে পারেন অথবা আমার বাংলোয় আসতে পারেন। আমি তাঁর জন্য বাংলো ছেড়ে দেব।

মল্লিকার্জুন খাড়গের সঙ্গে সনিয়া গান্ধী তথা গান্ধী পরিবারের ঘনিষ্ঠতার কথা কারও অজানা নয়। কংগ্রেস দলের ব্যাটনও গান্ধী পরিবারের বাইরে গেলেও খাড়গের হাতেই ন্যস্ত হয়েছে। তিনিও দলের সভাপতির দায়িত্ব গ্রহণ করলেও জানিয়েছিলেন, তাঁর কাছে গান্ধী পরিবারের সদস্যদের মতামতের যথেষ্ট গুরুত্ব থাকবে। তিনি যে গান্ধী পরিবারের প্রতি আজও একান্ত অনুগত, তা রাহুল গান্ধীর জন্য নিজের বাংলো ছেড়ে দেওয়ার মন্তব্যে আরও প্রকট হল। এদিন কংগ্রেস সভাপতি তথা লোকসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে কেন্দ্রের পদক্ষেপের তীব্র সমালোচনা করে বলেন, “তিনি (রাহুল গান্ধী) চাইলে তাঁর মায়ের (সনিয়া গান্ধী সঙ্গে থাকতে পারেন অথবা আমার বাংলোয় আসতে পারেন। আমি তাঁর জন্য বাংলো ছেড়ে দেব। তবে সরকারের হুমকি দেওয়া, ভয় দেখানো এবং হেনস্থা করার মত আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি।”

এপ্রসঙ্গে গণতান্ত্রিক ভারতের উদাহরণ তুলে ধরে খাড়গে আরও বলেন, “গণতন্ত্রে অনেক সময়ই আমরা তিন-চার মাস সরকারি বাংলো না পাওয়ার বিষয়টি মেনে নিই। আমি এই বাংলো পেয়েছি ছয় মাস পর। কী ভাবে হেনস্থা করা হচ্ছে সেটা জনগণ দেখছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *