প্রবল বিক্ষোভের মুখে পিছু হঠলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী, স্থগিত বিচার বিভাগ সংস্কার সংক্রান্ত বিল

জেরুজালেম, ২৮ মার্চ (হি. স.) : দেশজুড়ে আছড়ে পড়েছিল বিক্ষোভের ঢেউ। পরিস্থিতি বেগতিক দেখে প্রবল বিক্ষোভের মুখে শেষ পর্যন্ত পিছু হঠলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সোমবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি জানিয়েছেন, বিচার বিভাগ সংস্কার সংক্রান্ত বিল সংসদের আগামী অধিবেশন পর্যন্ত স্থগিত রাখা হচ্ছে। আর ওই ঘোষণার পরেই ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে দেশের বড় শ্রমিক সংগৃটনগুলি।

বিচার বিভাগের ক্ষমতা খর্ব করতে বিশেষ উদ্যোগী হয়েছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নতুন বিল এনে দেশের সর্বোচ্চ আদালতের রায় বদলে দেওয়ার অধিকার সংসদের হাতে তুলে দিতে চেয়েছিলেন।ওই সিদ্ধান্তের প্রতিবাদেই দেশজুড়ে বিক্ষোভের ঢেউ আছড়ে পড়েছিল। কার্যত অচল হওয়ার মুখে দাঁড়িয়েছিল দেশ। সেনাবাহিনীর সদস্য থেকে শুরু করে কূটনীতিবিদরা সামিল হয়েছিলেন ধর্মঘটে। বিচার বিভাগ সংস্কার সংক্রান্ত বিলের বিরোধিতা করায় প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টকেও বরখাস্ত করেছিলেন নেতানিয়াহু। তাতে পরিস্তিতি আরও জটিল হয়ে ওঠে।

শেষ পর্যন্ত সোমবার সকালেই প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ সংসদের অধিবেশন স্থগিত রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রীকে। আর ওই নির্দেশের পরেই তড়িঘড়ি বিচার বিভাগ সংক্রান্ত বিল স্থগিত রাখার কথা ঘোষণা করেন নেতানিয়াহু। যদিও প্রধানমন্ত্রীর ইস্তফার দাবিতে এখনও অনড় বিক্ষোভকারীরা।-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *