ন্যাশভিলে খ্রীষ্টান স্কুলে বন্দুকবাজের হামলা; ৩টি শিশু ও আততায়ী-সহ মৃত ৭, নিন্দায় সরব জো বাইডেন

ওয়াশিংটন, ২৮ মার্চ (হি.স.): মার্কিন মুলুকে ফের শিক্ষাঙ্গনে বন্দুকবাজের হামলা। ন্যাশভিলের টেনেশিতে খ্রীষ্টান স্কুলে বন্দুকবাজের হামলায় মৃত্যু হয়েছে ৩টি শিশুর। ওই আততায়ী-সহ আরও ৪ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে রয়েছেন একজন স্কুল পরিচালক, একজন শিক্ষক এবং একজন স্কুলের কেয়ার টেকার। ঘটনার পর পরই বাচ্চাদের খোঁজে স্কুলে ছুটে যান অভিভাবকরা।আক্রমণকারী একজন মহিলা বলে জানা গিয়েছে। আততায়ীর মৃত্যুর পর একটি বন্দুকের পাশাপাশি একটি হ্যান্ডগানও উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত বন্দুকধারী একজন তরুণী। সন্দেহভাজন একটি পাশের দরজার প্রবেশদ্বার দিয়ে ভবনে প্রবেশ করেছিল এবং চার্চের দ্বিতীয় তলায় এলোপাথাড়ি গুলি চালায়। শুধুমাত্র স্কুল নয়, আরও কয়েকটি স্থানে হামলা চালানোর পরিকল্পনা ছিল তার।

সোমবার মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন এই ঘটনাকে ভয়ানক দুঃস্বপ্ন বলে অ্যাখ্যা দিয়েছেন এবং সেমি অটোমেটিক রাইফেলের ওপর নিষেধাজ্ঞার আবেদনও জানান তিনি। পরবর্তীকালে ৩১ শে মার্চ পর্যন্ত সমস্ত ফেডারেল বিল্ডিংয়ে পতাকা অর্ধনমিত রাখার কথা ঘোষণা করেন বাইডেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *