অমৃতসর, ২৮ মার্চ (হি.স.): ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত বরাবর ড্রোনের গতিবিধি বেড়েই চলেছে। এবার পঞ্জাবের অমৃতসর সেক্টরে রাজাতাল বর্ডার আউটপোস্ট এলাকায় রাতের অন্ধকারে একটি ড্রোন উড়তে দেখেন বিএসএফ জওয়ানরা। ড্রোনটি পাকিস্তানের দিক থেকে উড়ে আসছিল। সোমবার রাতে ড্রোনটি দেখতে পাওয়া মাত্রই বিএসএফ জওয়ানরা গুলি চালান, গুলি লেগে মাটিতে আছড়ে পড়ে ড্রোনটি।
মঙ্গলবার সকালে বিএসএফ জানিয়েছে, মঙ্গলবার সকালে তল্লাশি চালানোর সময় বিএসএফ জওয়ানরা আন্তর্জাতিক সীমান্ত থেকে প্রায় ৭০০ মিটার এবং সীমান্ত রক্ষী বাহিনীর বেড়াজাল থেকে ৩৫০ মিটার দূরে একটি সাদা রঙের ব্যাগ-সহ একটি কালো রঙের ড্রোন উদ্ধার করেন। ব্যাগ খুললে হলুদ রঙের আঠালো টেপ দিয়ে মোড়ানো একটি বড় প্যাকেট এবং একটি ছোট টর্চ পাওয়া যায়।
অন্যদিকে, ২৭-২৮ মার্চের মধ্যবর্তী রাতে, বিএসএফ জওয়ানরা অমৃতসর সেক্টরের রামতীরথ এলাকায় একটি ড্রোন অনুপ্রবেশ দেখতে পান। গুলিও চালানো হয়। অনুসন্ধান অভিযানের সময়, বিএসএফ জওয়ানরা দুইজনকে গ্রেফতার করেছে এবং ৩.২২ কেজি হেরোইন বাজেয়াপ্ত করেছে।