খোয়াইয়ে  অনুষ্ঠিত হল সাংসৃকতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মার্চ৷৷ ১০ রাজ্যের  শিল্পীদের সমন্বয়ে খোয়াই টাউন হলে মনোমুগ্দকর সাংসৃকতিক-অনুষ্ঠান, অনুষ্ঠিত হলো৷ নর্থ ইস্ট জুন  কালচারে কালচারাল  সেন্টারের পক্ষ থেকে ও ত্রিপুরা  তথ্য সংসৃকতি দপ্তরের সহায়তায় ২৭ই মার্চ সোমবার বিকাল পাঁচটায় খোয়াই টাউনহলে এক সাংসৃকতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ সাংসৃকতিক অনুষ্ঠানে ভারতের দশটি রাজ্য থেকে যথা, আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, সিকিম, মেঘালয়, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা  নৃত্যশিল্পী প্রতিনিধিরা অংশগ্রহণ করেন ৷ এই কালচারেল প্রোগ্রামে প্রথমেই প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ সেবী সুব্রত মজুমদার৷ উপস্থিত ছিলেন খোয়াই জেলা সভাধিপতি জয়দেব দেববর্মা, উপস্থিত ছিলেন খোয়াই পৌর পরিষদের চেয়ারপারসন দেবাশীষ নাথ শর্মা ও খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস কান্তি দাস, সংসৃকতি দপ্তরের এস আই ও বিশ্বজিৎ বণিক সহ অন্যান্য আধিকারিকগণ৷ এই কালচারেল প্রোগ্রামে দশটি রাজ্যের শিল্পীরা চারাং নিত্য বিহু, ওয়াংতা, তামাং সিলেট, ফনিচার, রিম্পা দা আরো অন্যান্য অনেক নিত্য পরিবেশন উপস্থাপন করা হয়৷ এই সংসৃকতি প্রোগ্রামে খোয়াই টাউন হল মুগ্দ করে তোলে৷ ত্রিপুরা সংসৃকতি তথ্য দপ্তর সহায়তায় নিত্য শিল্পীরা বিভিন্ন ধামাইল গানের মাধ্যমে আজ খোয়াই বাসীদের আনন্দে মাতিয়ে তুলে৷