উমেশ পাল মামলায় আতিকের যাবজ্জীবন সাজা, ৫ হাজার টাকা জরিমানা করল আদালত

প্রয়াগরাজ, ২৮ মার্চ (হি.স.): আইনজীবী উমেশ পালের অপহরণের মামলায় দোষীসাব্যস্ত মাফিয়া ওরফে রাজনীতিবিদ আতিক আহমেদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হয়েছে। পাশাপাশি আতিককে ৫ হাজার টাকা জরিমানাও করেছে প্রয়াগরাজের আদালত। আইনজীবী উমেশ পালের অপহরণের মামলায় অভিযুক্ত মাফিয়া ওরফে রাজনীতিবিদ আতিক আহমেদকে মঙ্গলবার দোষীসাব্যস্ত করেছে উত্তর প্রদেশের প্রয়াগরাজের এমপি-এমএলএ আদালত। পাশাপাশি দিনেশ পাসি এবং খান শৌলত হানিফকে দোষী সাব্যস্ত করেছে আদালত। আতিকের ভাই আশরাফ-সহ বাকি ৭ অভিযুক্তকে বেকসুর খালাস ঘোষণা করেছে আদালত। পরে আতিককে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছে আদালত।

আইনজীবী উমেশ পাল অপহরণ মামলায় মঙ্গলবার কড়া নিরাপত্তার মধ্যে আদালতে পেশ করা হয় আতিক আহমেদ-সহ সমস্ত অভিযুক্তদের। আদালতের বাইরে ছিল পুলিশি নিরাপত্তা। এই মামলায় আতিক আহমেদ, দিনেশ পাসি এবং খান শৌলত হানিফকে দোষী সাব্যস্ত করেছে আদালত। আতিকের ভাই আশরাফ-সহ বাকি ৭ অভিযুক্তকে বেকসুর খালাস ঘোষণা করা হয়েছে।

উত্তর প্রদেশের প্রাক্তন বিধায়ক আতিকের বিরুদ্ধে সেই রাজ্যেরই বহুজন সমাজ পার্টির বিধায়ক রাজু পালকে হত্যার অভিযোগ ছিল। ২০০৫ সালের ওই ঘটনায় পরে ওই হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী, রাজুর ঘনিষ্ঠ বন্ধু উমেশকেও অপহরণ করা হয়। পরে উমেশকে ছেড়ে দিলেও গত কয়েক বছরে একাধিক বার আক্রান্ত হন উমেশ। শেষ পর্যন্ত গত ২৪ ফেব্রুয়ারি প্রয়াগরাজের রাস্তায় প্রকাশ্যে উমেশকে খুন করা হয়। যে ঘটনায় আবার অভিযোগের তির ঘুরেছে আতিকের দিকেই। আতিক গুজরাটের সবরমতী জেলে বন্দি ছিল। সেখান থেকেই তাকে প্রয়াগরাজে নিয়ে আসা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *