মধুবনে গাছ পড়ে মৃত্যু শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ৷৷ গাছ কাটতে গিয়ে গাছ পড়ে মৃত্যু  দিনমজুর হীরেন্দ্র দেববর্মার৷  ঘটনা বালিধুম এডিসি ভিলিজে রাবার বাগানে৷  মর্মান্তিক ভাবে মৃত্যু হল ৩৪ বছরের দিনমজুর হীরেন্দ্র দেববর্মার৷ জানা যায় মধুবন এডিসি ভিলেজ নিবাসী হীরেন্দ্র দেববর্মা পেশায় একজন দিনমজুর৷ পার্শবর্তী বালিধুম এডিসি ভিলিজে রাবার বাগানে গাছ কাটতে যায়৷ সেখানে তার উপর একটি গাছ ভেঙ্গে পড়ে৷ তড়িঘড়ি ধর্মনগর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়৷ ফায়ার সার্ভিস আনন্দবাজার যখন  যায় তখন তারা দেখতে পায় একটি গাড়ি করে হীরেন্দ্র দেববর্মাকে নিয়ে আসা হচ্ছে৷ ফায়ার সার্ভিস কর্মীরা সেই গাড়ি থেকে হীরেন্দ্রকে নিজেদের ফায়ার সার্ভিসে তুলে ধর্মনগর উত্তর জেলা হাসপাতালে নিয়ে আসে৷ সেখানে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে৷ ময়নাতদন্তের পর পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া হয়৷