নয়াদিল্লি, ২৭ মার্চ (হি.স.): রাজ্যসভায় বিবেচিত হল অর্থবিল ২০২৩ এবং সেই বিল ফেরত পাঠানো হয়েছে। এরপর রাজ্যসভায় বিরোধী সাংসদরা আদানি স্টক ইস্যুতে জেপিসি গঠনের দাবিতে স্লোগান তুলতে থাকলে রাজ্যসভার অধিবেশন দিনের মতো মুলতুবি করে দেওয়া হয়। লোকসভায় আগেই পাস হয়েছে অর্থবিল ২০২৩।
সোমবার এই বিল রাজ্যসভায় পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এদিন রাজ্যসভায় বিবেচিত হয় অর্থবিল ২০২৩ এবং তা ফেরত পাঠানো হয়। জম্মু ও কাশ্মীর অ্যাপ্রোপিয়েশন (নম্বর ২) বিল ২০২৩-ও বিবেচনা করা হয়েছে। বিলটি এর আগে গত সপ্তাহে লোকসভায় উত্তেজনার মধ্যেও পাস হয়েছিল।

