নয়াদিল্লি, ২৭ মার্চ (হি.স.) : লালুপ্রসাদ যাদবের পরিবারে খুশির হাওয়া। বাবা হলেন বিহারের উপমুখ্যমন্ত্রী তথা রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদব ৷ সোমবার সকালেই টুইট করে মন্ত্রী নিজেই এই সুখবর দিয়েছেন ৷ টুইট করে তেজস্বী যাদব লিখেছেন, “ভগবান সন্তুষ্ট হয়েছেন তাই উপহারস্বরূপ কন্যা সন্তান পাঠিয়েছেন ৷” সেইসঙ্গে তিনি তাঁর নবজাতক কন্যাকে কোলে নিয়ে একটি ছবি দিয়েছেন ৷
রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) নেতার বোন রোহিণী আচার্যও টুইটারে নিজের আনন্দ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, “আমার বাড়িতে এখন আনন্দ প্রতিধ্বনিত হচ্ছে। ঈশ্বর এমন সুখের উপহার দিয়েছেন।” ভগবানের ছোট দেবদূত হিসাবে আমার বাড়িতে আমার একজন অতিথি এসেছে ৷ তেজস্বীর বাবা হওয়ার পাশাপাশি, আরজেডি সুপ্রিমো লালু যাদব এবং বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীও প্রথমবারের মতো দাদু-ঠাকুমা হয়েছেন। যাদব পরিবার কন্যা সন্তানের জন্মের পরই সঙ্গে সঙ্গেই অভিনন্দন বার্তা আসতে শুরু করে। দিল্লির মুখ্যমন্ত্রী এবং আপ আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল টুইটারে যাদব পরিবারকে অভিনন্দন জানান।