কৃষ্ণপুরে বাম আমলের তৈরি কৃষি  ফসল সংগ্রহ কেন্দ্র আজও চালু হলো না, আক্ষেপ কৃষকদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ৷৷  বাম আমলের তৈরি কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের ২২ ঘরিয়া এলাকায় কৃষিজ ফসল কালেকশন সেন্টারটি আজও কৃষকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো না৷ ফলশ্রুতিতে যে উদ্দেশ্যে  কালেকশন সেন্টারটি তৈরি করা হয়েছিল সেই উদ্দেশ্যেই ব্যর্থতায় পর্যবেষিত হয়েছে৷কৃষক মূলত অন্নদাতা৷ রাজ্য কিংবা কেন্দ্রীয় সরকারও কৃষকদের কাজের নিরিখে সম্মান জানায়৷ আর সেই কৃষককুল যখন সমস্যায় জর্জরিত থাকে তখন তাদের জন্য এগিয়ে আসার কথা এগ্রিকালচার দপ্তর৷ এক্ষেত্রে তেলিয়ামুড়া এগ্রিকালচার দপ্তর একটু ব্যতিক্রমী৷ গত ২০১৭ সালে কৃষকদের কল্যাণে দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের ২২ঘড়িয়া এলাকায় কৃষিজ ফসল কানেকশন সেন্টার তৈরি করা হয়েছিল কয়েক লক্ষ টাকা ব্যয় করে৷ ওই সময় রাজ্যের ক্ষমতায় ছিল সিপিআইএম৷ তেলিয়ামুড়া কৃষি মহকুমা অফিস সূত্রে জানা যায় এই কাজের ইমপ্লিমেন্টিং অফিসার ছিলেন স্বপন রায় চৌধুরী৷ যদিও তিনি বর্তমানে চাকুরী জীবন থেকে অবসরে চলে গেছেন৷ ওই সেন্টারটি নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পর থেকে বর্তমান সময়কাল অব্দি কৃষকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়নি৷ এজন্য ২২ঘড়িয়া এলাকার কৃষকদের মধ্যে চাপা ক্ষোভ চলছে৷ কৃষি মহকুমা অফিস সূত্রে আরও জানা যায় দীর্ঘ বছর ধরে কৃষিজ ফসল কালেকশন সেন্টারটি তালাবদ্ধ অবস্থায় পড়ে থাকতে থাকতে  এমন এক অবস্থায় এসে দাঁড়িয়েছে কৃষকদের স্বার্থে এটি উন্মুক্ত করতে হলে প্রথমেই আগে সংস্কার করতে হবে৷ এটি নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পর থেকেই তালাবদ্ধ অবস্থায় বর্তমান সময় কাল পর্যন্ত  রয়েছে৷ এতে এলাকার কৃষকরা এই কালেকশন সেন্টারটিতে তাদের উৎপাদিত কৃষিজ ফসল রাখতে পারেনা৷ অপরদিকে এ প্রসঙ্গে তেলিয়ামুড়া মহকুমা কৃষি আধিকারিক জানান,ওই সেন্টারটি খুব সহসাই কৃষকদের স্বার্থে আংশিক সংস্কার করে উন্মুক্ত করে দেওয়া হবে৷ যদিও এলাকাটি ২৯ নং কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অধীনে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *