কলকাতা, ২৭ মার্চ (হি.স.) : সংখ্যালঘু উন্নয়ন দফতরের কাজে অসন্তুষ্ট খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এবার সংশ্লিষ্ট দফতর থেকে সরলেন মন্ত্রী মহম্মদ গোলাম রব্বানি। সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্ব নিলেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে এমনই খবর। তবে এখনও এই রদবদল সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি জারি হয়নি। পাশাপাশি সংখ্যালঘু উন্নয়ন পর্ষদও গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার মাধ্যমে রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নের দিকে নজর রাখার পাশাপাশি তাঁদের ক্ষোভ-বিক্ষোভের দিকে নজর রাখা হবে। তবে এই পর্ষদের চেয়ারম্যান কে হবেন তা এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের সংখ্যালঘুদের উন্নয়নের দিকে কড়া নজর রেখেছেন মুখ্যমন্ত্রী। তাঁদের জন্য একাধিক প্রকল্পও এনেছেন। সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য সম্প্রতি বিশেষ বৃত্তিও চালু করা হয়েছে। তারপরেও রাজ্য়ের বিভিন্ন প্রান্ত থেকে সংখ্যালঘুদের মধ্যে অসন্তোষের খোঁজ পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। এরপরই সংশ্লিষ্ট দফতর নিজের হাতে রাখার সিদ্ধান্ত নিলেন তিনি। বদলে গোলাম রব্বানিকে উদ্যান পালন দফতরের দায়িত্ব দেওয়া হল।

