মোদীর সঙ্গে বিজেপি সাংসদদের সাক্ষাতের আগেই দিল্লিতে শুভেন্দু, বৈঠক শাহ-নড্ডার সঙ্গে

নয়াদিল্লি, ২৭ মার্চ (হি.স.) : আগামীকাল মঙ্গলবারই পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদ চলাকালীন সময় বের করে তাঁদের সঙ্গে সাক্ষাতের কথা জানিয়েছেন। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্ব বাংলার সব সাংসদই যাবেন মোদীর ডাকা আলোচনা চক্রে। কিন্তু তার আগে ফের কৌশলী চাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সোমবারই তিনি তড়িঘড়ি দিল্লি গিয়েছেন। সূত্রের খবর, সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে কথা বলেছেন শুভেন্দু। বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার সঙ্গেও কথা বলতে পারেন বলে খবর।রাজ্য বিজেপিতে শুভেন্দুর বিরুদ্ধে অতিসক্রিয়তা, দলকে না জানিয়ে একাধিক কর্মসূচি পালন-সহ নানা অভিযোগ রয়েছে। আরও চওড়া হয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব। সেসবের বিহিত করতেই পালটা কৌশল নিয়েছিলেন সুকান্ত মজুমদাররা। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করতে চেয়ে তাঁরা সময় চেয়েছিলেন। সেইমতো মঙ্গলবার সাংসদদের সঙ্গে দেখা করার কথা জানিয়েছেন মোদী। এ রাজ্যের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রিপোর্টও নিতে পারেন তিনি।

এদিকে সূত্রের খবর, সংসদে বিরোদী দলনেতা শুভেন্দু অধিকারি অমিত শাহর সঙ্গে দেখা করে কথা বলেছেন। এছাড়া জেপি নড্ডার সঙ্গে দেখা করতে চান তিনি। ওয়াকিবহাল মহলের একাংশের মত, সুকান্তরা তাঁর বিরুদ্ধে মোদীর কাছে নালিশ করতে পারেন, এই আশঙ্কা থেকে শুভেন্দু নিজেই আগেভাগে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ছুটেছেন।