ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ।। উদয়পুরের জয়ের ধারাও অব্যাহত। শান্তিরবাজার পেয়েছে প্রথম জয়ের স্বাদ। হারিয়েছে সোনামুড়া মহকুমা দলকে। অনূর্ধ্ব ১৩ রাজ্য ক্রিকেটের খেলা শুরুতেই বেশ জমজমাট পর্যায়ে। উদয়পুর মহকুমা দল আজ ১৫০ রানের বড় ব্যবধানে বিলোনিয়াকে পরাজিত করেছে। প্রথমে ব্যাটিং এর সুযোগ পেয়ে উদয়পুরের ছেলেরা নির্ধারিত ৪০ ওভারে দুই উইকেট হারিয়ে ২০৭ রান সংগ্রহ করেছে। জবাবে ব্যাট করতে নেমে বিলোনিয়ার ইনিংস গুটিয়ে যায় ৫৭ রানে। উদয়পুরের শ্রীমান দেবনাথ ১০৯ রানে অপরাজিত থেকে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও পেয়েছে। শনিবারের খেলায় উদয়পুর আট উইকেটে শান্তির বাজার কে পরাজিত করেছিল। বি-গ্রুপের অপর খেলায় শান্তিরবাজার মহকুমা দল ১০ রানের ব্যবধানে সোনামুড়াকে পরাজিত করেছে। টস জিতে শান্তিরবাজার প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ৩২.২ ওভারে ১২০ রানে ইনিংস শেষ করে। পাল্টা ব্যাট করতে নেমে সোনামুড়া ৩৭.৪ ওভারে ১১০ রানে ইনিংস গুটিয়ে নেয়। বিজয়ী দলের পক্ষে খাগিন মোহন ত্রিপুরা ৫ উইকেট তুলে নিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাব পেয়েছে।
2023-03-26

