জাতীয় থ্রু বল আসরে ত্রিপুরা দল অংশ নেবে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ।।জাতীয় জুনিয়র থ্রু বল প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে হিমাচল প্রদেশের উনা তে। ৩৩ তম ওই আসর ১২-‌১৪ মে হবে। এতে ত্রিপুরার বালক বালিকা উভয় বিভাগ অংশগ্রহণ করবে।  ত্রিপুরা দল গঠনের লক্ষ্যে ৮ এপ্রিল সকাল ১১ টায় জিরানিয়ার বীরেন্দ্র নগর  স্কুল মাঠে এক নির্বাচনী শিবির করা হবে। যাদের জন্ম ১৫ মে ২০০৪ সালের পর তারাই শিবিরে অংশ নিতে পারবে। শিবিরে আসার সময় জন্মের প্রমাণ পত্র নিয়ে উপস্থিত থাকতে হবে । রাজ্য সংস্থার সাধারন সম্পাদক জ্যোতিষ দেবনাথ এক বিবৃতিতে এখবর জানিয়েছেন।   ‌