বালুরঘাট, ২৬ মার্চ (হি.স.) : মালদা জেলার রতুয়া থেকে এক নিখোঁজ কিশোরীকে উদ্ধার করল বালুরঘাট থানার পুলিশ। গত কয়েকদিন ধরেই নিখোঁজ ছিল বালুরঘাট শহরের ওই কিশোরী। পুলিশ খবর পেয়ে রতুয়া থানা এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধার করে নিয়ে আসে। রবিবার ওই কিশোরীকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেওয়া হয়েছে।
এদিকে, বালুরঘাট ব্লকের এক গ্রামের কিশোরীকে অপহরণ করা হয়েছে বলে থানায় অভিযোগ দায়ের করেছে তার পরিবার। ওই কিশোরীকে পাশের গ্রামের এক পরিবার তুলে নিয়ে গিয়েছে বলে দাবি পরিবারের। ওই কিশোরীকে দ্রুত খুঁজে দেওয়ার দাবি তুলেছে পরিবারটি। বালুরঘাট থানার পুলিশ অপহরণের মামলা দায়ের করে কিশোরীর খোঁজ শুরু করেছে।