ধর্মনগরে মালাবতী ক্রিকেটে সেন্ট্রাল রোড দল ফাইনালে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ।।ফাইনালে পানিসাগরের বিরুদ্ধে খেলবে সেন্ট্রাল রোড ক্রিকেট কোচিং সেন্টার। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত মালাবতি প্রথম ডিভিশন লিগ ক্রিকেটে। রবিবার দ্বিতীয় সেমিফাইনালে সেন্ট্রাল রোড ক্রিকেট কোচিং সেন্টার ৪ উইকেটে পরাজিত করে ও পি সি-‌কে। কলেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ও পি সি-‌র গড়া ১৭৮ রানের জবাবে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় সেন্ট্রাল রোড ক্রিকেট কোচিং সেন্টার। বিজয়ী দলের আনন্দ ভৌমিক প্রথমে বল হাতে ২ উইকেট তুলে নেওয়ার পর ব্যাট হাতে ৫৩ রান করে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন।