তিউনিসিয়া, ২৬ মার্চ (হি.স.) : নৌকাডুবির ফলে মৃত্যু হল ১৯ জন আফ্রিকান শরণার্থীর। সাব-সাহারান আফ্রিকান অঞ্চলের শরণার্থীদের বহন করে নিয়ে যাওয়ার সময় তিউনিসিয়া উপকূলে নৌকাটি ডুবে যায়। নৌকাটি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার চেষ্টা করছিল বলে জানা গিয়েছে।
অন্যদিকে, ইতালির এনএসএ নিউজ এজেন্সি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইতালির দ্বীপ ল্যাম্পেডুসায় দুই হাজারের বেশি শরণার্থী পৌঁছেছেন। প্রতিবেদনে বলা হয়, শরণার্থী বহনকারী কম করে পাঁচটি নৌকা গত চার দিনে দক্ষিণাঞ্চলীয় শহর স্ফ্যাক্সে ডুবে গিয়েছে। এর ফলে অন্তত ৬৭ জন নিখোঁজ হয়েছেন এবং নয়জনের মৃত্যু হয়েছে। শনিবার তিউনিসিয়া উপকূলে একটি নৌকা ডুবে যায়। যার ফলে এখনও পর্যন্ত শিশুসহ অন্তত ৩৪ জন নিখোঁজ রয়েছেন।