ত্রিপুরায় অনুপ্রবেশ, তিন বাংলাদেশী নাগরিক গ্রেফতার

আগরতলা, ২৫ মার্চ (হি. স.) : দালালের মাধ্যমে বেঙ্গালুরুতে বেসরকারি নিরাপত্তা রক্ষীর কাজে যোগ দিতে গিয়ে ত্রিপুরায় তিন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিএসএফ। তাদের ত্রিপুরা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ঊনকোটি জেলায় কৈলাসহরে ইরানি থানাধীন সীমান্তবর্তী গুপিনাথপুর গ্রামে ওই তিন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। তাঁরা বাংলাদেশের মৌলভীবাজার জেলায় কাকাবালা গ্রামের বাসিন্দা বলে পরিচয় মিলেছে।
এ-বিষয়ে ইরানি থানার ওসি যতীন্দ্র দাস জানান, আব্দুল গোপ্পার, জিলান মিঞা এবং সাইফুল ইসলামকে শুক্রবার বিকেলে বিএসএফ আটক করেছে। তাঁদের লুটিয়াপুড়া বিওপি-তে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর রাত প্রায় দুইটা নাগাদ ইরানি থানার পুলিশের হাতে তিনজনকেই তুলে দিয়েছে বিএসএফ। তিনি বলেন, গোপীনাথপুর গ্রামের বাসিন্দা জনৈক দালালের মারফতে ওই তিন বাংলাদেশী নাগরিক বেঙ্গালুরুতে যাওয়ার জন্য কাঁটা তারের বেড়া কেঁটে ত্রিপুরায় প্রবেশ করেছিলেন। তাঁদের কাছ থেকে দুইটি মোবাইল এবং নগদ ২৫৮০ বাংলাদেশী টাকা উদ্ধার হয়েছে। কিন্তু, বিএসএফ তাঁদের আটক করতে সক্ষম হয়েছে। পুলিশ ওই দালালকে খুঁজে বের করার জন্য তল্লাশি জারি রেখেছে। প্রসঙ্গত, গত ছয় মাসে প্রায় ১০ জন বাংলাদেশী নাগরিক ইরানি এবং কৈলাসহর থানার পুলিশ আটক করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *