ক্যানিং, ২৫ মার্চ (হি. স.) : পারিবারিক বিবাদের জেরে জামাইয়ের হাতে আক্রান্ত হলেন শাশুড়ি। এছাড়াও তিন শ্যালক আক্রান্ত হয়েছেন অভিযুক্ত জামাইবাবুর হাতে। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার দাঁড়িয়া গ্রামে। আক্রান্তের নাম কল্পনা ভূঁইয়া, ভৈরব সর্দার, সোম ভূঁইয়া ও সৌরভ সর্দার। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে জামাই অভিমন্যু হালদার ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। ঘটনায় কল্পনা গুরুতর জখম হলে তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর এ বিষয়ে ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কল্পনা। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, কল্পনার মেয়ের সাথে জামাইয়ের বেশ কিছুদিন ধরেই বিবাদ চলছিল। স্বামীর সাথে অশান্তি করে কল্পনার মেয়ে সুলগ্না বাপের বাড়িতে চলে এসেছিল। শনিবার সকালে সেই মেয়েকেই শ্বশুরবাড়িতে তুলে দিতে গিয়েছিল কল্পনা ও তাঁর পরিবারের সদস্যরা। সেই সময়ই দুপক্ষের মধ্যে বচসা বাঁধে। তা থেকেই শুরু হয়ে যায় হাতাহাতি, মারামারি।
2023-03-25