নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ৷৷ দহ রক্ষীর মাতৃ বিয়োগ৷ পরিবারের পাশে দাঁড়ালো বিধায়ক সুশান্ত দেব৷ সব সময় পরিবারটির পাশে থেকে সাহায্য করবেন বলে জানান৷ বিশালগড় বিধানসভার তরুণ বিধায়ক সুশান্ত দেবের দেহরক্ষী সুজিত দে- র মাতা দিপু রানী দে বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে গত সোমবার আগরতলা জিবি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে৷ শনিবার বিশালগড় বিধানসভার বিধায়ক সুশান্ত দেব গকুলনগর স্থিত তাঁর দেহরক্ষীর বাড়িতে ছুটে যান৷ বিধায়ক সুশান্ত দেব কথা বলেন দেহরক্ষীর বাবা রতন দে সহ পরিবার পরিজনদের সাথে৷ বিধায়ক জানান সব সময় পরিবারটির পাশে থেকে সাহায্য করবেন৷ এদিকে বিশালগড় বিধানসভার বিধায়কের কথা শুনে ছুটে আসে গকুলনগর এলাকার মেম্বার রতন দাস সহ এলাকার যুবকরা৷
2023-03-25

