আঞ্চলিক দলগুলিকে এগিয়ে রাখা কংগ্রেসের দায়িত্ব : অখিলেশ যাদব

নয়াদিল্লি, ২৫ মার্চ (হি.স.): আঞ্চলিক দলগুলিকে এগিয়ে রাখা কংগ্রেসের দায়িত্ব। এই মন্তব্য করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। একইসঙ্গে অখিলেশ যাদব বলেছেন, জাতীয় দলগুলি বরাবরই আঞ্চলিক দলগুলিকে অপমান করেছে। প্রথমে কংগ্রেস করেছে, এখন বিজেপি তাই করছে। এরপরই অখিলেশ বলেছেন, আঞ্চলিক দলগুলিকে এগিয়ে রাখা কংগ্রেসের দায়িত্ব।

শনিবার সকালে দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সপা প্রধান অখিলেশ যাদব বলেছেন, জাতীয় দলগুলি বরাবরই আঞ্চলিক দলগুলিকে অপমান করেছে। প্রথমে কংগ্রেস করেছে, এখন বিজেপি তাই করছে…এটি তাঁদের (কংগ্রেস) জন্য একটি সুযোগ, তাদের উচিত আঞ্চলিক দলকে এগিয়ে রাখা এবং তারপরে নির্বাচনে লড়াই করা তবেই তাঁরা বিজেপির বিরুদ্ধে জিততে পারে। এই দায়িত্ব কংগ্রেসের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *