কোভিড-সংক্রমণ বৃদ্ধি পেয়ে ১,৫৯০; ভারতে সক্রিয় রোগী বেড়ে ৮,৬০১, মৃত্যু ৬ জনের

নয়াদিল্লি, ২৫ মার্চ (হি.স.): ভারতে করোনার দৈনিক সংক্রমণ বেড়েই চলেছে, রোজই বৃদ্ধি পাচ্ছে সক্রিয় করোনা-রোগীর সংখ্যাও। বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১,৫৯০ জন, ১৪৬ দিন পর এতটা বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা, শুক্রবার সারাদিনে মৃত্যু হয়েছে ৬ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা বেড়ে ৮,৬০১-এ পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০২ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। মোট কোভিড-আক্রান্তের সংখ্যা বেড়ে ৪,৪৭,০২,২৫৭-তে পৌঁছেছে। ৬ জনের মৃত্যুর পর মৃতের সংখ্যা বেড়ে ৫,৩০,৮২৪-এ পৌঁছে গিয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪১,৬২,৮৩২ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৭৯ শতাংশ। দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ০৯ হাজার ৪৯৭ জন প্রাপক, মোট টিকা প্রাপকের সংখ্যা ২২০,৬৫,৪৪,৩২৪। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২৪ মার্চ সারা দিনে ভারতে ১,১৯,৫৬০ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *