২৯ মার্চ স্বস্তিবাজারে রক্তদান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ৷৷ স্বস্তি বাজার মার্চেন্ট এসোসিয়েশনের উদ্যোগে আগামী ২৯ মার্চ বুধবার  রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে৷ রাজ্যের মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে রাজধানী আগরতলা শহরের স্বস্তিবাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশন আগামী ২৯ মার্চ বুধবার রক্তদান শিবিরের আয়োজন করেছে৷ শনিবার সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান স্বস্তিবাজার মার্কেট অ্যাসোসিয়েশনের সভাপতিসহ অন্যান্য নেতৃবৃন্দ৷ স্বস্তি বাজার এসোসিয়েশন রাজ্যের সমস্ত বাজারের ব্যবসায়ীদের সংগঠনের তরফ থেকে এ ধরনের রক্তদান শিবির সংগঠিত করার জন্য আহ্বান জানানো হয়েছে৷ বুধবার স্বস্তি বাজার মার্কেটে রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য৷ রক্তদান শিবিরে সকলকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার জন্য মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে৷