৩১ মার্চ উত্তরাখণ্ডে আসবেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ

দেহরাদুন, ২৪ মার্চ (হি.স.) : আগামী ৩১ মার্চ উত্তরাখণ্ডে সমবায় দফতরের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। এজন্য রাজ্যের সমবায় বিভাগ সমস্ত কর্মসূচির প্রস্তুতি চূড়ান্ত করতে শুরু করেছে। কেন্দ্রীয় মন্ত্রীর উত্তরাখণ্ড সফরের পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ মন্ত্রী ডঃ ধন সিং রাওয়াত বিভাগীয় আধিকারিকদের অনুষ্ঠানের সূচনা এবং বিভিন্ন প্রকল্পের প্রস্তুতির বিষয়ে প্রয়োজনীয় নির্দেশিকা জারি করেছেন।

মন্ত্রী ড. ধন সিং রাওয়াত শুক্রবার জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ ৩১মার্চ উত্তরাখণ্ডে পৌঁছচ্ছেন। এ সময় তিনি হরিদ্বারের ঋষিকুল ময়দান থেকে সমবায় দফতরের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন। রাজ্য জুড়ে ৬৭০টি বিচার পঞ্চায়েতে বহুমুখী সমবায় সমিতিগুলির কম্পিউটারাইজেশনের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে, যা কেন্দ্রীয় মন্ত্রী অনলাইনে চালু করবেন। এই স্কিম চালু হওয়ার ফলে রাজ্য জুড়ে কৃষকরা কমিটির মাধ্যমে এক ছাদের নীচে বিভিন্ন সুবিধা পেতে সক্ষম হবেন। এর পাশাপাশি তিনি রাজ্যের ৯৫টি এমপেক্স-এ অধীন জনসুবিধা কেন্দ্র এবং জনঔষধ কেন্দ্র স্থাপনেরও উদ্বোধন করবেন।
তিনি আরও জানিয়েছেন, কৃষি ও উদ্যানপালনের ক্ষেত্রে দুর্দান্ত কাজ করেছেন এমন প্রগতিশীল কৃষকদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি, দীনদয়াল উপাধ্যায় কিষাণ কল্যাণ যোজনার অধীনে শূন্য সুদে ঋণ প্রাপ্ত সুবিধাভোগীদেরও চেক বিতরণ করা হবে। অনুষ্ঠান চলাকালীন কেন্দ্রীয় মন্ত্রীর সামনে সমবায় দফতরের বিভিন্ন প্রকল্পের উপস্থাপনাও করা হবে। হরিদ্বারের সাংসদ ড. রমেশ পোখরিয়াল নিশাঙ্ক এবং মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অন্যান্য মন্ত্রিপরিষদ মন্ত্রী এবং বিভাগীয় কর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *