আগরতলা, ২৪ মার্চ (হি. স.) : ত্রিপুরায় বিধানসভায় আজ অধ্যক্ষ নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে। বিধানসভায় বসার ব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করে শুরুতেই ভোট বয়কট করে বেরিয়ে গেছেন তিপরা মথার বিধায়কগণ। ফলে, বিজেপি জোটের প্রার্থী বিশ্ববন্ধু সেনের অধ্যক্ষ পদে জয়ী হওয়া নিশ্চিত বলেই ধরে নেওয়া হচ্ছে।
কারণ, সিপিএম, কংগ্রেস এবং তিপরা মথা একজোট হয়ে অধ্যক্ষ পদে বিরোধী প্রার্থী দিয়েছিল। কিন্ত এখন বিরোধী জোটের প্রার্থী ১৩ জন বিধায়কের ভোট পাবেন না। তাছাড়া, বিজেপি জোট বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ। স্বাভাবিকভাবেই, নির্বাচনে জয়ী হওয়া বিরোধী প্রার্থীর পক্ষে কোনভাবেই সম্ভব নয়।