ছোটদের রাজ্য ক্রিকেটে তেলিয়ামুড়া দল ঘোষিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ।।ঘোষিত হলো তেলিয়ামুড়া মহকুমার দল। ২৬ মার্চ নিজেদের প্রথম ম্যাচে তেলিয়ামুড়া খেলবে সদর ‘‌এ’ দলের বিরুদ্ধে। এছাড়া আসরে ২৮ মার্চ বিশালগড়, ২৯ মার্চ খোয়াই এবং ১ এপ্রিল মোহনপুর মহকুমার বিরুদ্ধে খেলবে তেলিয়ামুড়া মহকুমা। আসরে ভালো ফলাফল করা নিয়ে আশাবাদী মহকুমা ক্রিকেট সংস্থার সচিব নন্দন রায়। মহকুমার দশমীঘাট মাঠে পার্থ প্রতীম ভট্টাচার্যর তত্বাবধানে জোড় কদমে হয়েছে প্রস্তুতি। সংস্থার সচিব আশা করেন আসরে ভালো খেলবে ছেলেরা। ঘোষিত দল:‌ পরিতোষ কলই, অনুপ রায়, দেবার্পন ভট্টাচার্য, মোহিত শীল, বিজয় রুদ্র পাল, তানিক্স সাহা, দ্বীপতনু দাস, শায়ন রায়,দ্বীপতনু মালাকার, আদিত্য দেবনাথ, পৃথ্বিরাজ গোপস সুজিত দাস, ওম মোদক, শুভ্রদীপ দেবনাথ এবং সুরজ সরকার।‌‌